গতকাল অর্থাৎ শুক্রবার সারাদিন ধরেই রোদের দেখা মিলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মেলেনি বললেই চলে। তবে উত্তরে রয়েছে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের একটি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এখন এটি ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ফের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে আজ শনিবার মূলত আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির হতেও পারে।তবে রবিবার বৃষ্টি বাড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৪ শতাংশ।