ঘর সাজানোর জন্য একটি অনবদ্য গাছ হল জেড প্ল্যান্ট। ভীষণ কিছু যত্ন লাগে না, দিব্যি বেড়ে ওঠে। কিন্তু হঠাৎই একটা-দুটো পাতা হলুদ হয়ে যায়। আর তার পর দু’দিনেই শুকিয়ে গেল গাছ? কেন হয় জানেন? প্রথমত হতে পারে, জল যদি বেশি দেওয়া হয় বা একেবারেই না দেওয়া হয়। দ্বিতীয়ত, গাছের প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে। তৃতীয়ত, উপযুক্ত রোদ না পেলে এমনটা হওয়া সম্ভব। চতুর্থত, তাপমাত্রা উপযোগী না হলেও গাছের পাতা ঝরে যেতে পারে। জেনে নিন কোন কোন ভুলে জেড প্ল্যান্ট শুকিয়ে যেতে পারে?
জল: গাছের গোড়ায় জল জমলে, জ়েড প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যেতে পারে। জল দেওয়ার আগে দেখে নিতে হবে মাটিতে আর্দ্রতা রয়েছে কি না। ভিজে ভাব থাকলে মোটেই জল দেওয়া যাবে না। মাটি শুকিয়ে গেলে জল দিতে হবে। বেশি করেই জল দেবেন। তবে দেখতে হবে জল যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়।
সার: পুষ্টির অভাব হলেও পাতা ঝরে গাছ শুকিয়ে যেতে পারে। নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব হলে গাছের পাতা হলুদ হতে পারে। এ জন্য গাছের উপযোগী তরল সার ব্যবহার করতে পারেন।
সূর্যালোক: চড়া রোদ গাছের জন্য ভাল নয়। কিন্তু ঘরের মধ্যে আছে বলে একেবারে রোদ না পেলেও মুশকিল। ফলে রোদের তাপ আসে কিন্তু ছায়া এমন জায়গায় কয়েক ঘণ্টা গাছটি রাখতে হবে।
তাপমাত্রা: মোটামুটি ১৫-২৪ ডিগ্রি তাপমাত্রা গাছের জন্য আদর্শ। অতিরিক্ত গরমেও কিন্তু এর পাতা ঝরে যেতে পারে।