প্রত্যেকদিন সন্ধ্যা দেওয়ার সময় সকলেই দেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন। যাতে ঘরের অন্ধকার দূর হয়। সেই সঙ্গে বাড়ি থেকেও দূর হয় নেতিবাচক শক্তি, প্রবেশ করে ইতিবাচক শক্তি।

তাছাড়াও যেকোন শুভ কাজেই প্রদীপ ব্যবহার করা হয়। প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত অন্ধকার মুছে যায়। যদি আপনি জীবনে সুখী হতে চান ও এই গ্রহদের অশুভ দৃষ্টি এড়িয়ে চলতে চান এবং আর্থিক দিকেও লাভ করতে চান তাহলে অবশ্যই প্রদীপ সংক্রান্ত এই টিপসগুলি মানতে পারেন।

অজানা ভয় দূর হবে

অনেক ব্যক্তি কোনও না কোনও কারণে মাঝে মধ্যেই ভয় পান। আবার মনে করেন যে শত্রুরা তার অনেক বড় ক্ষতি করছেন। যদি শত্রুরাও আপনার ক্ষতি করে তাহলে সোম ও শনিবার একটি করে প্রদীপ চালান। অবশ্যই সরিষার তেল দিয়ে তাদের নামে প্রদীপ জ্বালাবেন । এবং শিব মন্দিরে গিয়ে সেই প্রদীপ অর্পণ করুন। এতে আপনার অজানা ভয় দূর হবে। শত্রুরাও আপনার বড় ক্ষতি করতে পারবেন না। সেই সঙ্গে সুখ, সমৃদ্ধিও জীবনে বাড়তে থাকবে।

রাহু, কেতুর অশুভ দৃষ্টি দূর হবে

কষ্ট দূর করতে প্রদীপ জ্বালানো খুব দরকার। বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সামনে ঘি দিয়ে প্রদীপ জ্বালান। এতে আপনার বাড়িতে যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে কোন রোগে আক্রান্ত থাকেন, তা থেকে সুস্থ হবেন তিনি। সেই সঙ্গে আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু, কেতুর কোনও দোষ থাকে, তাও দূর হবে। আর রাহু, কেতুর দোষ দূর করতে তিসির প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তাছাড়া আপনার জীবনে যেকোনও কষ্ট দূর করতে আপনি কিন্তু প্রদীপ জ্বালাতেই পারেন।

শনিদেব

বাস্তু বিশেষজ্ঞদের মতে, শনিবার করে শনি মন্দিরে গিয়ে যদি সরষের তেলের প্রদীপ জ্বালান, তাহলে শনিদেবের অশুভ দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন। তাছাড়া আপনার সমাজে সম্মানও বাড়তে থাকবে।

আর্থিক দিকে উন্নতি হবে

আর্থিক দিকে উন্নতি করতে ও সূর্যদেবের বিশেষ কৃপা পাওয়ার পেতে অবশ্যই প্রত্যেকদিন সূর্যদেবকে জল অর্পণ করার পর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এতে সূর্যের বিশেষ কৃপা পাবেন আপনি, জীবনে আপনার সফলতাও আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here