হাতে রয়েছে মাত্র দুই দিন। আগামী ৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগে চোট-আতঙ্কের খবর পাওয়া যাচ্ছে অজি শিবিরে। আঙুলে চোট পেলেন স্টিভ স্মিথ।
অনুশীলনের সময় স্মিথকে থ্রো-ডাউন দিচ্ছিলেন মার্নাশ লাবুশেন। তাঁরই ছোড়া একটি বল পিচে পড়ে অতিরিক্ত লাফিয়ে ওঠে। সামলাতে পারেননি স্মিথ। বল তাঁর গ্লাভসে লাগে। সঙ্গে সঙ্গে দেখা যায় আঙুল নাড়াচ্ছেন স্মিথ। বোঝা যায়, আঙুলে লেগেছে তাঁর। ফিজিওর কাছে যান স্মিথ। তাঁকে গিয়ে আঙুল দেখান। তার পরেই দেখা যায় উঠে যাচ্ছেন তিনি। আর অনুশীলন করেননি স্মিথ। তাঁর চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্‌থে প্রথম টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে মিচেল স্টার্ক’দের। সেখানে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ভাল ব‍্যাট করেন স্মিথ। যদিও বেশি রান করতে পারেননি তিনি। তবে স্মিথ অস্ট্রেলিয়ার ব্যাটিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা। তাই অ্যাডিলেডে তাঁকে না পেলে সমস্যায় পড়তে হতে পারে অস্ট্রেলিয়া’কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here