সাপ নিয়ে মানুষের মনে এক ধরনের আতঙ্ক কাজ করেই। সাপ তাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। তবে সবথেকে জনপ্রিয় উপায়টি হচ্ছে কার্বলিক অ্যাসিডের ব্যবহার। এটি ছাড়াও কিন্তু বেশ কিছু উপায় রয়েছে যার দ্বারা সাপ তাড়ানো সম্ভব।
সাপ পেঁয়াজ এবং রসুনের গন্ধ সহ্য করতে পারে না। এমন কি, লেবুর গন্ধেও নাকি সাপ পালায়।
সাপ পুদিনা, লবঙ্গ, তুলসি, দারচিনির গন্ধও নাকি সহ্য করতে পারে না।
সাপ অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝও সাপ সহ্য করতে পারে না।