দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে সূর্যকুমারের ভারত। গত বুধবারের ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স করেছেন তিলক বর্মা-আরশদীপ সিং’রা। এ দিন প্রোটিয়াদের ১১ রানে হারানোর পাশাপাশি একাধিক নজির গড়েছে টিম ইন্ডিয়া।

১) চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটাররা মোট ১৩টি ছয় মেরেছেন। এক ক্যালেন্ডার বর্ষে ২০০টি ছয় মারার নজির গড়ল টিম ইন্ডিয়া। প্রথম দেশ হিসাবে এই নজির গড়ল ভারত।

২) তিলক বুধবার শতরান করেছেন। এক ক্যালেন্ডার বর্ষে ভারতের পাঁচ ব্যাটার টি-টোয়েন্টিতে শতরান করলেন। তৃতীয় দল হিসাবে এই নজির গড়ল ভারত। গত বছরও ভারতের পাঁচ ব্যাটার শতরান করেছিলেন। ২০১৬ সালে প্রথম দল হিসাবে আরসিবি পাঁচটি শতরান করে, যার মধ্যে বিরাট কোহলিরই ছিল চারটি।

৩) সেঞ্চুরিয়নের ম্যাচ ধরলে ভারতীয় দল এক ক্যালেন্ডার বর্ষে আট বার ২০০-র গণ্ডি পেরোল। এই নজির আর কোনও দেশের নেই। ভারত নিজেই নিজের রেকর্ড ভাঙল। এ ছাড়া সর্বোচ্চ সাত বার ২০০-র গণ্ডি পেরোনোর নজির রয়েছে বার্মিংহাম বিয়ার্স (২০২২) এবং জাপানের (২০২৪)।

৪) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪১টি ম্যাচ খেলে এই নিয়ে ১৬৪তম জয় পেল ভারত। তার মধ্যে বিদেশের মাটিতে এটি শততম জয়। পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় দল হিসাবে টি২০’তে এই নজির গড়ল টিম ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here