১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্স থেকে বুধবার বাদ পড়েছেন ভারতীয় মহিলা কুস্তিগীর বিনেশ ফোগট। ৫০ কেজি বিভাগে খেলতে নামা বিনেশের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল। সারা রাত ধরে ওজন কমানোর চেষ্টা করেছিলেন বিনেশ। জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন সারা রাত। ওজন কমানোর জন্য ঘাম ঝরাচ্ছিলেন। চুলও কেটে ফেলেছিলেন তিনি। রক্ত বার করেছিলেন। তাতে অনেকটাই ওজন কমিয়ে ফেলেছিলেন বিনেশ। কিন্তু বুধবার সকালে যখন ওজন মাপা হয়, দেখা যায় ৫০ কেজির থেকে কয়েক গ্রাম বেশি ওজন তাঁর। সেই কারণেই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয় বিনেশকে।
তাঁর পাশে দাঁড়িয়েছেন অন্যান্য ভারতীয় কুস্তিগীররা। সকলেই বিনেশের পক্ষে কথা বলেছেন। কিছুটা বেসুরো যেন অলিম্পিক্সে পদকজয়ী সাইনা নেহওয়াল। তিনি মনে করেন, বিনেশেরও গাফিলতি ছিল। তিনি অলিম্পিক্সের নিয়ম জানতেন। তাই বাতিল হওয়ার দায় তাঁকেও নিতে হবে।
বিনেশকে নিয়ে সংবাদমাধ্যমে সাইনা বলেন, “সাধারণত এই পর্যায়ে এই ধরনের ভুল হয় না। কী ভাবে সেটা হল তা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। কারণ, বিনেশের দলে কোচ, ফিজিয়ো, ট্রেনার ছিল। তার পরেও কী ভাবে এই ভুলটা হল? আমার নিজেরই খারাপ লাগছে।”
তার পরেই সাইনা প্রশ্ন তুলেছেন বিনেশের ভূমিকা নিয়ে। প্যারিস তাঁর তৃতীয় অলিম্পিক্স। অর্থাৎ, দু’বার অলিম্পিক্সে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তার পরেও কী ভাবে এই ভুল তিনি করেছেন সেই প্রশ্ন করছেন সাইনা।
সকালে বিনেশকে বাতিল করার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা।