আচমকাই চলে গিয়েছেন অরূপ পাল। তাঁকে স্মরণ করল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। মঙ্গলবার বিকেলে প্রয়াত সাংবাদিককে শ্রদ্ধা জানান প্রাক্তন ফুটবলার, ক্রীড়া সংগঠক থেকে সতীর্থরা। অরূপ পালের স্ত্রী শর্মিষ্ঠা পাল ও মেয়ে শ্রেষ্ঠা পাল ছিলেন সারাক্ষণ। শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, প্রশান্ত চক্রবর্তী, পার্থসারথি দে। ছিলেন ক্রীড়া সংগঠক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ধারাভাষ্যকার প্রদীপ রায়। এ ছাড়াও অসংখ্য প্রবীণ এবং নবীন সাংবাদিকরা,যাঁরা দাদার মতো ভালোবাসতেন অরূপ পালকে। ফুল-মালায় শ্রদ্ধা জানানো হয় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। এ ভাবে তাঁর অকালে চলে যাওয়া ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে বড় ধাক্কা বলেই মত দেন সবাই। কথায়-কথায় উঠে আসে মানুষ অরূপ পালের কথা। যিনি সব সময়ে সবাইকে সাহায্য করার জন্য তৈরি হয়ে থাকতেন। ভাবতেন না নিজের কথা।

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রেসিডেন্ট সুভেন রাহা জানান, এখন থেকে একজন উদীয়মান সাংবাদিককে অরূপ পালের নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে। শেষ দিন পর্যন্ত অরূপ পাল ছিলেন সিএসজেসির কার্যকরী সমিতির সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here