চলতি আইএসএল’এ টানা আট ম্যাচ পর হার হজম করেছে মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে এই হারের পর থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছে সবুজ-মেরুন শিবির। এতদিন গ্রেগ স্টুয়ার্টের চোট ছিল। এবার সেই তালিকা আরও দীর্ঘায়িত হল। চোটপ্রাপ্ত ফুটবলারদের তালিকায় যুক্ত হলেন দিমিত্রি পেত্রাতোস এবং আশিক কুরুনিয়ন।
আগামী বৃহস্পতিবার পঞ্জাব এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ধীরাজ সিং, গ্লেন মার্টিন্স, দিমিত্রি, স্টুয়ার্ট এবং আশিক না থাকায় নতুন ভূমিকায় দেখা যেতে পারে মনবীর সিং’কে। এতদিন উইং হাফ এবং উইঙ্গার হিসাবে দায়িত্ব সামলেছেন তবে এবার স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে কোচ হোসে মোলিনা বলেন, “জাতীয় দলে মনবীর স্ট্রাইকার হিসেবেও খেলেছে। তাই এই পজিশনে খেলার মতো যথেষ্ট অভিজ্ঞতা ওর রয়েছে। এছাড়াও সুহেল(ভাট) আছে। তাই কারা দলে নেই সে সব নিয়ে ভাবছি না। কারণ যারা আছে তারাও দক্ষ।” পাঁচ ফুটবলারের অনুপস্থিতি কি ব্যাকফুটে রাখছে মোহনবাগান’কে! কোচের সোজাসাপ্টা জবাব, “না। এটা অন্য দলের জন্য এডভেন্টেজ নয়। কারণ ফুটবলে যে কেউ চোট পেতে পারে। তার জন্য বিপক্ষ কোনও দলকে এগিয়ে রাখা উচিৎ না। প্রত্যেকটা ম্যাচ আলাদা।” অন্যদিকে, আলবার্তো রদ্রিগেজ বলেন, “দিমি এবং গ্রেগ দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে আমরা পঞ্জাবের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত। ক্লিনশিট ধরে রাখার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here