মঙ্গলবার থেকেই কুস্তিগির বিনেশ ফোগাটকে নিয়ে স্বপ্ন দেখছিল গোটা দেশ। সেদিনই অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে ওঠেন বিনেশ। আশা ছিল, সোনা জিতবেন তিনি। সেই মতো প্যারিস থেকে ভিডিও কল করেও মাকে তেমনই আশ্বাস দিয়েছিলেন। তবে বুধবার সকালেই বদলে যায় ছবিটা। ভারতীয় অলিম্পিক্স সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। যদিও পরে জানা যায়, ২ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। কিন্তু সেই ওজন কমাতে সারা রাত পরিশ্রম করেছিলেন।শরীর থেকে রক্ত বার করার পাশাপাশি চুলও কেটে ফেলেছিলেন তিনি।
শরীরে জলের ঘাটতি হওয়ায় অসুস্থ হয়ে পড়েন বিনেশ। হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। ফাইনালে না খেলতে পারায় তাঁকে অন্তত রুপো দেওয়া উচিত এমনই আশা ছিল বিনেশের। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেওয়ার কথা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। তবে তার আগেই বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা করলেন বিনেশ। জানিয়ে দিলেন, তিনি হেরে গিয়েছেন কুস্তির কাছে।
তিনি নিজেই তাঁর সোশ্যাল এক্স হ্যান্ডলে বিনেশ লেখেন, “মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সবসময় তোমার ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।”