আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই গণেশ পুজো। সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধির দেবতা হলেন শ্রী গণেশ। তাই যে কোনও শুভ কাজে গণেশের পুজা করা হয়ে থাকে। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ।
চলতি বছরে আগামী শুক্রবার সিদ্ধিদাতা গণেশ পুজোর সঠিক সময় ও নিয়ম জেনে নিন।
চতুর্থী তিথি আরম্ভ–
বাংলা– ২০ ভাদ্র, শুক্রবার।
ইংরেজি– ৬ সেপ্টেম্বর, শুক্রবার।
সময়– দুপুর ১২টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ড।
চতুর্থী তিথি শেষ–
বাংলা– ২১ ভাদ্র, শনিবার।
ইংরেজি– ৭ সেপ্টেম্বর, শনিবার।
সময়– দুপুর ২টো ১২ মিনিট ৪৯ সেকেন্ড।
সৌভাগ্য চতুর্থী ব্রত, সিদ্ধি বিনায়ক ব্রত, শ্রী শ্রী গণেশ পুজো। মহারাষ্ট্রে ১০ দিন ব্যাপী শ্রীশ্রী গণেশ পুজো পালিত হয়।