নারীর সম্মান রক্ষা, নারী স্বাধীনতা, সর্বোপরি তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় যখন রাজ্য উত্তাল তাঁর মধ্যেই কলকাতার এক বিলাসবহুল হোটেলে উঠল শ্লীলতাহানির অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাইপাসের ধারের একটি হোটেলে। যিনি অভিযোগ করেছেন তিনি একজন সঙ্গীতশিল্পী।
অভিযোগকারিনী টেলিভিশনের জনপ্রিয় গানের প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন। মঙ্গলবার তিনি ওই হোটেলে গিয়েছিলেন এক বন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠানে। অভিযোগ, সেখানেই ঘটে ঘটনাটি। অভিযোগকারিনী জানিয়েছেন, তিনি তাঁর বোন এবং বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হঠাৎই পঞ্চাশোর আশপাশে বয়স, এমন দুই ব্যক্তি তাঁদের অশ্লীল ভাবে স্পর্শ করতে থাকেন। এমনকি, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেন। তাঁদের এক বন্ধুর স্ত্রীর সঙ্গে জোর করে নাচতেও চান। বার বার বাধা দেওয়ার চেষ্টা করেও তাদের থামানো যায়নি। বাধ্য হয়ে গোটা বিষয় হোটেলের নিরাপত্তারক্ষীদের জানান সঙ্গীতশিল্পীরা। খবর দেওয়া হয় পুলিশকেও।
তবে পুলিশ আসার আগেই হোটেলের নিরাপত্তারক্ষীরা দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বিল মিটিয়ে চলে যেতে বলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করে ওই হোটেল থেকে।
ওই দুই অভিযুক্তের একজনের নাম অরুণ কুমার। তাঁর বয়স ৬০। তিনি থাকেন ইতালিতে। দ্বিতীয় জনের নাম রিঙ্কু গুপ্তা। তাঁর বয়স ৪৩। বাড়ি কলকাতার বৌবাজার এলাকায়।