প্রত‌্যেক দিনই সকলকে ঘরে কাজ করার পাশাপাশি বাইরের কাজও করা হয়। দুদিকের চাপ সামলাতেই মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তার উপর আবার সামনে পুজো।তাই নিজেকে একটু সুন্দর লুক দিতেই হবে। বিশেষ করে মুখের ত্বকের পাশাপাশি পায়ের দিকেও নজর দেওয়াটা খুবই দরকার। তবে আবার পার্লারে যাওয়ার মতো সময় নেই বললেই চলে। তাই ঘরই ভরসা।

পায়ের খসখসে চামড়া কিংবা ফাটা গোড়ালির সমস্যা তো পুজোর সময়ে ঢেকে দেওয়া সম্ভব নয়। তাই ঘরোয়া উপাদানেও কাজ চলে যেতে পারে। পায়ের কোন সমস্যায় ঘরোয়া কোন উপাদানটি কাজ দেয় জেনে নিন।কোন সমস্যায় কী ধরনের টোটকা?

১) এই ধরনের সমস্যা সহজ সমাধান হল নারকেল তেল। ঈষদুষ্ণ জলে কয়েক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এ বার ওই জলে পায়ের পাতা ডুবিয়ে বসে থাকুন।

২) ছোট একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা এবং জল ভাল করে মিশিয়ে নিন। তারপর ওই জলে পা ডুবিয়ে রাখুন।

৩) একটু মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই মিশ্রণ পায়ে মেখে রাখুন। ধোয়ার প্রয়োজন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here