গুরুতর আহত ‘Xtra Time বাংলা’র তরুণ ক্রীড়াসাংবাদিক অরিত্র বসু। আনোয়ার আলি মোহনবাগানের চুক্তি ভেঙে ভবিষ্যতে কোন ক্লাবের হয়ে খেলবেন তা নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছিল। এরই মধ্যে রবিবার রাতে আনোয়ার’কে নিয়ে কলকাতায় আসেন রঞ্জিত বাজাজ। সেই খবর করতে গিয়েই এক দল লাল-হলুদ সমর্থক চড়াও হয় অরিত্রর উপর। প্ৰথমে তাঁর সঙ্গে সমর্থকদের কথাবার্তা হচ্ছিল। কিন্তু আচমকাই এক দল সমর্থক অরিত্রর গায়ে হাত তোলে। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। এর ফলে গুরুতর জখম হন তরুণ ক্রীড়াসাংবাদিক। বর্তমানে চার্নক হাসপাতালে ভর্তি তিনি।

খেলোয়াড়, ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে সভ্য সমর্থকরা প্রায়শই বলে থাকেন, “ফুটবল ৯০ মিনিটের খেলা এবং মাঠের বাইরে প্রত্যেকেই আমরা বন্ধু।” কিন্তু তা সত্ত্বেও কেন এমন ঘটল? যাঁরা সত্যিই ফুটবলকে ভালবাসেন, তাঁরা কি এরকম কাজ করতে পারেন? অরিত্রর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি এরকমই একাধিক প্রশ্নের মুখে ফেলছে সমর্থকদের একাংশকে। খবর করার স্বার্থে বিভিন্ন ঘটনার আসল সত্যটা মানুষের কাছে তুলে ধরাই সাংবাদিকদের কাজ।

সেই কারণে প্রায়শই সমর্থকদের একাংশ কটু কথায় আক্রমণ করেন সাংবাদিকদের। তা বলে এক জন সাংবাদিকের গায়ে হাত তোলা হবে! এই ঘটনার বিচার করার দায়িত্ব ক্রীড়াপ্রেমীদের উপরই। তবে কলকাতা ময়দানে এই ঘটনা প্রথম নয়। এর আগে ‘খাস খবর’-এর এক মহিলা সাংবাদিককে আক্রমণ করেছিলেন কিছু সমর্থক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here