আরজি কর হাসপাতালে ধর্ষণের পরে খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলে মমতা বললেন, ‘‘রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে।’’

আরজি করের ঘটনায় অপরাধীর ফাঁসির শাস্তি দাবি বজায় রাখলেন মুখুমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি নিজেরই পরিবারের কাউকে হারিয়েছেন। পরে ফোনে কথা বলেছিলেন নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও। সোমবার মুখ্যমন্ত্রী দেখা করতে যান ওই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে।

বাড়ি থেকে বেরিয়ে মমতা বলেন, ‘‘পুলিশ তদন্ত করছে। রবিবারের মধ্যে তদন্ত শেষ না হলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে।’’ তারপরেই তাঁর সংযোজন, ‘‘যদিও সিবিআইয়ের সাফল্যের হার খুব কম। এর আগে তাপসী মালিকের হত্যার তদন্তভার তারা নিয়েছিল, নন্দীগ্রামেকাণ্ড, রিজুয়ানুরের মামলাও তাদের হাতে ছিল। এমনকি, রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি যাওয়ার মামলাও সিবিআইকে দেওয়া হয়েছিল। কিন্তু কোনও মামলারই কিনারা হয়নি। তবে এ ক্ষেত্রে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেব।’’

গত শুক্রবার তাঁকে আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার হলে এও পিজিটি ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্তও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here