85048914 - water drops on wooden board closeup

সকল মানুষই চান নিজের ঘরবাড়ি সুন্দর করে তুলতে। তার জন্য  প্রতিদিন সলেই নিজের ঘরতে  পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। তবে ঘর খুব সুন্দর করে ঘুছিয়ে রাখলেও বাথরুমের দিকে তাকাতে ভুলে যান অনেকেই। বিশেষ করে শৌচালয় মানেই জীবাণুর আতুঁরঘর। কমো়ড তো বটেই, স্নানঘরের মেঝেতেও থাকে জীবাণুর ছড়াছড়ি।

তার উপর আবার বাথরুম মানেই জলে আয়রন থাকলে তো কথাই নেই। এই দাগ কী ভাবে তুলবেন, তা অনেকেই বুঝতে পারেন না। খুব সহজেই কিন্তু শৌচালয়ের টাইলস দাগমুক্ত হতে পারে।

ভিনিগার

টাইলস পরিষ্কার করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। আপনি একটি বোতলে ভিনিগার ভরে সেই বোতল স্প্রে করুন টাইলসের উপরে।

বেকিং সোডা

বেকিং সোডা আর হাইড্রোজ়েন পারঅকেসাইড সমপরিমাণে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। বেশ কিছুক্ষণ টাইলসে দিয়ে রেখে তারপর একটু ঘষে ধুয়ে ফেলুন।

ব্লিচ

গরম জলে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই মিশ্রণ দিয়েও বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। কয়েকদিন করলেই ঝাঁ চকচকে হয়ে যাবে বাথরুমের টাইলস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here