কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন, বেশ কিছু দিন ধরেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। গত আইপিএল মরসুমে চ্যাম্পিয়ন করার পরেও শ্রেয়স আইয়ার’কে ছেড়ে দিয়েছে কেকেআর। এই পরিস্থিতিতে আইপিএলের মেগা নিলামের পর একাধিক ক্রিকেটারের নাম উঠে এসেছে জল্পনায়।
কেকেআর অধিনায়কের দৌড়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অজিঙ্ক রাহানে এবং কুইন্টন ডি কক। নাইট টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শাহরুখ খানের দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন অজিঙ্ক রাহানে। যিনি একটা সময় ভারতীয় দলের অধিনায়কত্বও করেছেন। তাঁর কাঁধেই সম্ভবত ভরসা রাখতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে নতুন অধিনায়কের নাম জানায়নি কেকেআর। এবারের মেগা নিলাম থেকে অজিঙ্ক রাহানেকে তুলে নেন নাইট কর্তারা। রাহানেকে দলে নেওয়া নিয়ে প্রশ্নও ওঠে। কারণ এই তারকা ক্রিকেটার ভারতীয় দলে ব্রাত্য। সেই ভাবে সুযোগও পান না। এমনকী তাঁর পিছনে টেস্ট তকমাও লেগে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি রাহানেকে অধিনায়ক করা হয়, তা নিঃসন্দেহে একটা চমক। যদিও নাইট টিম ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ রাহানের নেতৃত্বে ভারতীয় দল অনেক ম্যাচ জিতেছে। পাশাপাশি মুম্বইকেও নেতৃত্বও দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অন্যদিকে, ডি কক-কেও অধিনায়ক হিসাবে বেছে নিতে পারে নাইট শিবির। তাঁরও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।