গত ৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশ যখন উত্তাল, সেই সময় প্রবল চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। ইস্তফা দেওয়ার পরপরই গোপণে সেনা চপারে করে শেখ হাসিনা উড়ে যান।

বাংলাদেশ ছাড়ার আগে যে কয়েক ঘণ্টা গণভবনে ছিলেন হাসিনা, সেই সময় কী কারেন তিনি? জানা যাচ্ছে, রবিবার রাত দেড়টা নাগাদ শেখ হাসিনার নিরাপত্তা কমিটির পক্ষ থেকে তাঁকে জানানো হয়, তিনি যেন গণভবন ছেড়ে দেন। মধ্যরাতেই গণভবন থেকে শেখ হাসিনা এবং তাঁর বোনকে নিয়ে নিরাপত্তা বাহিনী বেরিয়ে আগরগাঁওয়ে প্ল্যানিং কমিশনে যায়।

কিন্তু সেখানেও ছিল বহু মানুষের ঢল। তাই প্ল্যানিং কমিশনের কাজ সেরে আর ঝুঁকি নেননি হাসিনা। বিশ্ব যুদ্ধের সময় তৈরি তেজগাঁও বিমানবন্দরে রেহানাকে নিয়ে চলে যান তিনি। তেজগাঁও বিমানবন্দর থেকে বোনকে নিয়ে এরপর দেশের সীমান্ত পার করেন মুজিবুর-কন্যা।

বাংলাদেশের সীমান্ত পেরিয়ে গোবরডাঙা, মধ্যমগ্রাম, দমদম, খড়দহ, আগরপাড়া হয়ে আগরতলার দিকে উড়ে যায় হাসিনার বিমান। শেখ হাসিনার সেনা চপার উড়ে এরপর গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নামে। যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here