হচ্ছে না আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি। আগামী ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হওয়ার কথা মোহনবাগান-ইস্টবেঙ্গলের। কিন্তু সে দিন বাঙালির আবেগের সেই ম্যাচ হচ্ছে না।

আগামী ১২ জানুয়ারি গঙ্গাসাগর মেলা রয়েছে। প্রতি বছর সেখানে লক্ষাধিক মানুষ ভিড় জমান। তাই তাদের নিরাপত্তা রক্ষার বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যের প্রশাসনিক বিভাগ। গঙ্গাসাগর মেলার সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ নিয়ে আসা হয়। এ দিকে ডার্বিতেও শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে সমর্থকরা আসেন। তাই ১১ জানুয়ারি ফুটবলপ্রেমীদের নিরাপত্তা দেওয়ার পর ১২ জানুয়ারি গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের সুরক্ষা প্রদান করা প্রশাসনকে বেশ খানিকটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সেই কারণে রাজ্যের প্রশাসনিক বিভাগ ফিরতি ডার্বি পিছিয়ে দেওয়ার কথা ভাবছে। অন্যদিকে, গঙ্গাসাগর মেলায় বাংলাদেশি জঙ্গি নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় রাজ্যের পুলিশ প্রশাসনিক বিভাগ। সেই কারণে আগামী ১১ জানুয়ারি ডার্বি স্থগিত করে দেওয়া হল। Sportsnscreen-কে বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, “পুলিশ আমাদের জানিয়ে দিয়েছে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। আমরা এই বিষয়টি আজই FSDL’কে জানিয়েছি। তবে ওদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here