‘দুধ না খেলে হবে না ভাল ছেলে’, ছোটো বেলায় বাচ্চারা দুধ খেতে না চাইলে বড়রা এটা বলেই খাওয়াতেন। সত্যিই দুধ কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। শরীরে ক্যালসিয়াম ও প্রোটিন আমরা দুধ থেকে পাই। তবে শুধু মাত্র শারীরিক সমস্যাই নয়,জীবনের নানা সমস্যা দূর করা যেতে পারে। আজ্ঞে হ্যাঁ! শাস্ত্রে দুধের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে কাঁচা দুধ। এই দিয়ে জীবনের নানা সমস্যার সমাধান করতেই পারেন। দেখে নিন টোটকাগুলি-

জীবনে আর্থিক উন্নতি হোক বা যে কোনও অন্য ক্ষেত্রে উন্নতি, অনেক সময় নানা ধরনের চেষ্টা করেও, কোনও সুফল পাওয়া যায় না। তা হলে রাতে ঘুমানোর সময়, এক গ্লাস দুধ মাথার কাছে রেখে ঘুমিয়ে যান। তবে অবশ্যই দুধের গ্লাসটা মাথার বাম দিকে রাখতে হবে। তার পর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুধটা কোনও বট গাছের নীচে ঢেলে দিন। এই ক্রিয়াটা পর পর সাতটি রবিবার করতে হবে। এতে উন্নতির পথ প্রসস্থ হয় ও সব বাধা কেটে যায়।

বার বার দুর্ঘটনা ঘটছে? তা হলে ৪০০ গ্রাম চাল কিছুটা দুধে মিশিয়ে তা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই কাজ পর পর আটটা মঙ্গলবার করতে হবে। তাতে ফাঁড়া কাটবে।

যদি কঠিন আর্থিক সমস্যা দেখা দেয়, তা হলে একটা লোহার কড়াইতে কিছুটা কাঁচা দুধ, সামান্য জল এবং অল্প চিনি একসঙ্গে ফুটিয়ে নিন, এবং সকালবেলা স্নান সেরে এই মিশ্রণটা মা লক্ষ্মী দেবীর সামনে অর্পণ করুন। এই ক্রিয়াটা বৃহস্পতি এবং শুক্রবার করতে হবে।

জীবনে সাফল্য লাভ করতে, যে কোনও পূর্ণিমা তিথিতে একটা ঘটিতে কিছুটা কাঁচা দুধ নিয়ে তা নদীতে বা যে কোনও জলাশয়ে ভাসিয়ে দিন।

এছাড়াও প্রতি সোমবার কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করালে, জন্মছকে চন্দ্রের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here