একটা সময়ে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল বহু মানুষ। একেবারে আতঙ্কপুরী হয়ে উঠেছিল গোটা বিশ্ব। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের মারণ ভাইরাসের কোপ এবার পাকিস্তানে।
পাকিস্তানে মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। জানা গিয়েছে, পাকিস্তানে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত তিনজনের খোঁজ মিলেছে। যদিও পাকিস্তানের আগেই সুইডেনে মিলেছিল এর খোঁজ। সূত্রের খবর, ৩৪ বছরের এক যুবক গত ৩ অগস্ট সৌদি আরব থেকে ফেরেন। পেশওয়ারে কয়েকদিন থাকার পরই তাঁর উপসর্গ দেখা দেয়। জানা গিয়েছে, কঙ্গো থেকে এবার এমপক্সের সংক্রমণ ছড়িয়েছে, যা দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।
উপসর্গ-
আক্রান্তের সংস্পর্শে এলেই ছড়ায় মাঙ্কিপক্স। এর উপসর্গ হল জ্বর, গায়ে র্যাশ, সারা গায়ে যন্ত্রণা। সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ থাকে এই সংক্রমণ।