দীর্ঘ বিরতির পর ফের শহরে আয়োজিত হতে চলেছে জাতীয় যুব বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা ৩৯তম সংস্করণ। যার সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী ৫ই ডিসেম্বর সবুজ সাথী ইন্ডোর স্টেডিয়ামে।

সোমবার কলকাতা ক্রীড়াসাংবাদিক ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ বাস্কেটবল সংস্থা। সেখানে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর বিকেল ৪টে থেকে রেড রোডের পাশে বাংলার বাস্কেটবল সংস্থার তাঁবুতে প্রতিযোগিতা শুরু হবে। ভযেখানে প্রায় ১২০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে চলেছেন। বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের ৩৯তম সংস্করণ শুরুর আগে এ দিন সাংবাদিক বৈঠকে শিবাজি ঘোষ জানান, বাংলাকে নিয়ে আমরা অনেকটাই আশাবাদী।

এর পাশাপাশি তিনি জানান নর্থইস্ট অনেকটাই শক্তিশালী দল তাই তাদের বিরুদ্ধে বেশ খানিকটা সাবধানতা অবলম্বন করতে হবে বাংলা’কে। তবে বাংলা দলকে কর্মকর্তারা আশাবাদী থাকলেও চর্চার বিষয় হল খেলোয়াড়দের উচ্চতা। বাংলা দলে খেলোয়াড়দের উচ্চতা খুব একটা বেশি নয়। তাই এই বিষয়টি নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here