জামশেদপুর এফসিকে ৩-০ গোলে পরাজিত করে বিরতির পর আইএসএল-এর শুরুটা দারুন ভাবে করল মোহনবাগান। যেভাবে মোহনবাগান ফুটবলাররা এদের নিজেদের মেলে ধরলেন তাতে বোঝার উপায় ছিল না ১২ দিনের ব্যবধানে এই দলটি মাঠে নেমেছে।
ম্যাচের ১৫ মিনিটে কর্নার পায় মোহনবাগান। দিমিত্রির কর্নার জামশেদপুর ফুটবলাররা ক্লিয়ার করে দিলেও, বিপদমুক্ত করতে পারেননি। বক্সের ঠিক বাইরে সেই বল চলে যায় দীপক টাঙরির পায়ে। চলতি বলেই গোল লক্ষ্য করে শট নেন টাঙরি। বক্সের মধ্যে বাধা পেয়ে বল উঠে যায় উঁচুতে। সেখান থেকে রড্রিগেজের আলতো হেড এবং আলড্রেডের শট জড়িয়ে যায় জামশেদপুরের জালে।
মোহনবাগানের দ্বিতীয় গোলটি আসে লিস্টন কোলাসোর একক দক্ষতায়। মনবীরের থেকে পাস বক্সের মধ্যে তিনজন ফুটবলারকে কাটিয়ে বাম পায়ের শটে বল জালে জড়িয়ে দেন লিস্টন।
দ্বিতীয়ার্ধে মন বাগানের আক্রমনের ঝাঁঝ একই রকম ভাবে বজায় থাকলেও জামশেদপুর এফসি প্রতি আক্রমণে এসে একাধিকবার গোল পরিশোধ করার সুযোগ তৈরি করেছিল। সঠিক জায়গায় ফুটবলার না থাকায় এবং বিশাল কাইথের বিশ্বস্ত হাতে আটকে যায় স্টিল সিটির দলটি। মোহনবাগান ম্যাচের তৃতীয় গোলটি পায় ৭৫ মিনিটে। দীপক টাঙরির লং পাস ধরে আগুয়ান গোলরক্ষক আলবিনো গোমসকে পরাস্ত করে গোল মুখে মাইনাস বাড়ান মনবির সিং। ডান পায়ের ছোট টাচে বল জালে জড়াতে ভুল করেননি জিমি ম্যাকলারেন। শেষ মুহূর্তে লিস্টন কোলাসোর দুরন্ত শট বাঁচিয়ে মোহনবাগানের ব্যবধান বাড়ানোর পথে ফারাক হয়ে দাঁড়ান জামশেদপুরের গোলরক্ষক। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ উঠে এলো মোহনবাগান।