শনিদেবের দৃষ্টি সর্বদা বক্র হয়। তিনি সরাসরি কারও দিকে তাকান না। এ কারণে শনির দৃষ্টি নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। বহু পৌরাণিক কাহিনীতে শনির দৃষ্টিকে অশুভ বলে বর্ণনা করা হয়েছে।

কথিত আছে যে যার উপর শনিদেবের দৃষ্টি পড়ে, তার খারাপ সময় ঘনিয়ে আসে। শনিদেবের দৃষ্টি শিবের উপর পড়লে তাঁকে পশু জন্ম নিতে হয়েছিল। ভগবান রামের উপর পড়ায় ১৪ বছরের বনবাস হয়েছিল। শনির দৃষ্টি রাবণের দিকে পড়লে তিনি বুদ্ধিভ্রষ্ট হন। সত্যবাদী রাজা হরিশচন্দ্রের উপর পড়লে সমগ্র রাজ্য চলে যায়, তিনি স্ত্রী ও সন্তানের থেকে আলাদা হয়ে যান।

কিন্তু শনি কি সবসময় খারাপ ফল দেন? ব্যাপারটা মোটেও তেমন নয়। শনি কোন ধরনের মানুষকে ক্ষমা করেন না, এটা জানা খুবই জরুরী

যারা দুর্বলকে কষ্ট দেয়, ক্ষমতা ও অহংকারে নিমজ্জিত হয়ে নির্যাতন শুরু করে তাদের শনিদেব ক্ষমা করেন না। কলিযুগের বিচারক শনিদেব এই ধরনের মানুষকে কঠোরতম শাস্তি দেন। তাই দুর্বলদের কোনও অবস্থাতেই হয়রানি করা উচিত নয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here