জ্যোতিষশাস্ত্রে কোনও যোগ সংগঠিত হওয়াকে খুব শুভ হিসেবে গণ্য করা হয়। ডিসেম্বরে অনেক গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে। এই মাসে গ্রহগুলির অধিগ্রহণের কারণে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হচ্ছে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর প্রভাব গোটা রাশিচক্রে পড়লেও বিশেষভাবে লাভবান হবেন কিছু রাশির জাতকরা। দেখে নিন কারা হবেন লাভবান-
মিথুন: এই রাশির জাতক-জাতিকাদের রাশিতে সূর্য দেব সপ্তম ঘরে গমন করবেন। ফলে তাঁরা আর্থিক সুবিধা পেতে পারেন। কর্মজীবনেও ভালো খবর পাওয়া যেতে পারে। একই সময়ে, আপনি অংশীদারিত্বে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন। জীবনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্কের জন্যও এই যোগ শুভ হতে পারে।
মীন: ক্যারিয়ারের গ্রাফটিও এগিয়ে যেতে পারে এবং কর্মক্ষেত্রেও আপনার প্রশংসা হতে পারে। এই রাশির অনেক জাতক এই সময়ের মধ্যে তাঁদের চাকরি পরিবর্তন করতে পারে। কেউ কেউ নতুন ব্যবসা শুরু করতে পারেন।
কন্যা: কেন্দ্র ত্রিকোণ রাজ যোগ গঠনের কারণে এই রাশির জাতকরা হঠাৎ সুফল পেতে পারেন এবং আয়ের উৎসও বাড়তে পারে। উত্তরণের সময় সূর্যদেব এই রাশির জাতক জাতিকাদের কুণ্ডলীতে চতুর্থ ঘরে বসে থাকবেন। এমনকী কর্মক্ষেত্রেও পরিস্থিতি অনুকূলে থাকবে এবং আপনি সহকর্মী ও কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন।