ঋতুস্রাব হওয়া মানেই এই সময়ে শরীরে নানা ধরনের সমস‌্যা দেখা যায়। বিশেষ করে এই সময়ে পেটে ব‌্যথা থেকে শুরু করে কোমরে যন্ত্রণাও হতে শুরু করে দেয়। আবার পিরিয়ডকে কেন্দ্র করে এখনও সমাজে নানা ট্যাবু রয়েছে। যেমন মাসের ওই কয়েকটা দিন আপনি যোগব্যায়াম করতে পারবেন না। মন্দিরে প্রবেশ করতে পারবেন না সহ আরও অনেক কিছুই।

এই সমস্ত কিছুর পাশাপাশি বহু নারীকেই শুনতে হয়েছে পিরিয়ড হলে প্রথম তিন দিন শ্যাম্পু করতে নেই। চার দিন পর চুল ধুতে হয়। কেউ এ কথা মানেন, আবার কেউ একেবারেই মানেন না। এর পিছনে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আদৌ আছে কি না, অনেকেরই জানা নেই।

কিন্তু পিরিয়ড হলে কি শ্যাম্পু করবেন?

পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়ে যায়, রোমকূপ উন্মুক্ত হয়ে যায়। এই সময় শ্যাম্পু করলে স্ক্যাল্পে চাপ পড়ে, এতে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই সময় শ্যাম্পু করলে শরীরের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এর জেরে শরীর থেকে টক্সিন বেরোতে চায় না। এই কারণেও নাকি পিরিয়ডের সময় শ্যাম্পু করতে বারণ করা হয়।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here