দুরন্ত কামব্যাক মহম্মদ শামি’র। দীর্ঘ বিরতির পর বাংলার জার্সিতে খেলছেন তিনি। সেই সঙ্গে দলে ফিরে চমকও দিয়েছেন বঙ্গ তারকা। মধ্যপ্রদেশকে ১৬৭ রানে অলআউট করে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।
রঞ্জি ট্রফির শুরু থেকে বাংলার জার্সিতে শামি’র খেলার কথা ছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নিজের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার জন্য বাংলার হয়ে রঞ্জি খেলছেন তিনি। প্রথম ইনিংসে ১৯ ওভার বোলিং করে চারটি ওভার মেডেন সহ মাত্র ৫৪ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন শামি। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলার গড়া ২২৮ রানের জবাবে মধ্যপ্রদেশ ১৬৭ রানে শেষ হয়ে যায়। প্রথম দিন ১০ ওভার বল করে উইকেট না পেলেও দ্বিতীয় দিন দুরন্ত বোলিং করেছেন শামি। শুভম শর্মা, সারাংশ জৈন, কুলবন্ত কেজরোলিয়া এবং কুমার কার্তিকের মতো খেলোয়াড়দের উইকেট তুলে নেন বাংলার তারকা পেসার।
যদিও বাংলার দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভাল হয়নি। ৪৮ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ফেলেছেন অনুষ্ঠুপ মজুমদার’রা। বাংলার অধিনায়কের ব্যক্তিগত রান মাত্র ১৯। অন্যদিকে ওপেনার শুভম দে ৪ রান করে সাজঘরে ফিরেছেন। ৪০ রানের ইনিংস খেলেছেন সুদীপ কুমার ঘরামি ও সুদীপ চ্যাটার্জি। ছন্দে দেখা যায়নি শাহবাজ আহমেদ’কেও। তাঁর ব্যক্তিগত রান মাত্র ৩। বর্তমানে ক্রিজে রয়েছেন ঋত্বিক চ্যাটার্জি(৩৩*) ও ঋদ্ধিমান সাহা(২১*)। ২৩১ রানের লিড রয়েছে বাংলার। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান ১৭০। মধ্যপ্রদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অনুভব আগরওয়াল। একটি করে উইকেট নেন আরিয়ান পাণ্ডে ও কুমার কার্তিক।