ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে হাজির হল এক ভয়ঙ্কর মুখ। সে মুখ একদম রক্তশূন্য, দেখলে শিরদাঁড়া বেয়ে যেন হিমেল স্রোত বয়ে যাবে। রাতের রাস্তায় নাকি এমনই এক ভূতের দেখা মিলছে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিবর্ণ, ফ্যাকাশে মুখে, গালে লেগে রক্ত, চোখের মণিতে নিষ্প্রাণ দৃষ্টি, যদিও সাদা কোটরে মণি প্রায় দেখাই যায় না। খোলা চুল, সাদা জামায় লেগে রক্ত, হেঁটে বেড়াচ্ছেন রাস্তা। দিল্লির রাস্তায় এমন ভূতের আচমকা দর্শনে হাত-পা ঠান্ডা হওয়ারই জোগাড়।
এই ভূত কি সত্যিই ভূত? এখানেই রয়েছে গল্প। দিল্লিতে হ্যালোউইন উপলক্ষে এই ভিডিও কনটেন্টটি তৈরি করেছিলেন শেফালি নামে এক মেকআপ আর্টিস্ট। শেফালির সাজ দেখে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড়।
তবে এ ভোট আবার ফটো তুলতে ভালবাসেন। মানুষকে দেখে হাসতেও ভালবাসেন। তাই হাসছেন, পোজ দিয়ে সেলফিও তুলছেন। অনেকেই মজা পেয়ে সেই দৃশ্য লেন্সবন্দি করেছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।