সারা ভারতের বহু ভুতুড়ে স্থান রয়েছে। দিল্লির অনেক ভৌতিক জায়গার কথা নিশ্চয় শুনেছেন। গ্রেটার দিল্লির কৈলাসে ৩ নম্বর বাড়িটি এমনই একটি ভুতুড়ে স্থান হিসাবে পরিচিত। কিন্তু কেন এই বাড়িটির এমন দুর্নাম ভছড়াল, এর নেপথ্য গল্পই বা কী আজ জানা যাক।

এই স্থানটি বর্তমানে এমন হয়েছে যে মানুষ এর আশেপাশে ঘোরাফেরাও করতে চায় না। রাতে এই বাড়ি থেকে বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায়।

গ্রেটার কৈলাস এলাকায় ১৯৮৬ সালের দিকে, এখানে অবস্থিত ৩ নম্বর হাউজে একজন বয়স্ক দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এখানে বসবাসরত যদু কৃষ্ণন কৌল এবং মধু কৌলকে তাঁদের যোগগুরু হত্যা করেছিলেন।

শিরশ্ছেদ করার পর তিনি ওই দম্পতির মৃতদেহ জলের ট্যাঙ্কে ফেলে দেন। কয়েক মাস পর পচা গন্ধ ছড়ালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। আগে মানুষ মনে করত এই দম্পতি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। কিন্তু মৃতদেহ উদ্ধার হওয়ার পর  আসল ব্যাপার সামনে আসে।

২৭ বছর পরও মামলার নিষ্পত্তি হয়নি। বহু বছর ধরে জনশূন্য থাকায় বাড়িটি ভুতুড়ে বাড়ি হিসাবে কুখ্যাত হয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here