দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বিভিন্ন ক্লাবগুলিকে দেওয়া অনুদানের অর্থ নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘পুজোয় ৮৫ হাজার টাকা কিছুই নয়।’’

২০২৩ সালে অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি ৭০ হাজার টাকা। এ বছর তা বেড়ে ৮৫ হাজার করা হয়েছে। যা নিয়ে আপত্তি তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। সোমবার প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। সেখানেই দুর্গার ভান্ডার নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।

শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘গত দুবছর ধরে আমি পুজো প্যান্ডেলে গিয়েছি। যা দেখেছি তাতে মনে হয়েছে ৮৫ হাজার টাকায় কিছু হয় না। ওই টাকা সম্ভবত ক্লাবের সদস্যদের জন্য কাজে লাগতে পারে।’’ সোমবার মামলাকারী আইনজীবী আদালতে জানান, রাজ্য সরকারের পুজোর অনুদান খাতে ২৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে।

শুনানিতে মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী শামিম আহমেদ। সোমবার তাঁর সঙ্গে ছিলেন আরও এক মহিলা আইনজীবী। তিনি জিনঘটিত রোগ মাস্কুলার ডিস্ট্রফিসংক্রান্ত একটি মামলা লড়ছেন। এজলাসে তাঁকে দেখে প্রধান বিচারপতি বলেন, ‘‘আপনি অনেক দিন ধরে ওই মামলা লড়ছেন। রাজ্য ওই মামলায় প্রতি মাসে এক হাজার টাকা দেয় বলে জানিয়েছে। আমার মনে হয়, তার পিছনে আর একটা শূন্য দিলে ভাল হয়।’’

তার পরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্য ৮৫ হাজার টাকা দিতে পারলে ভুক্তভোগী মানুষদের জন্য পর্যাপ্ত খরচ নিয়ে ভাবা উচিত। আর একটা শূন্য বসানো যায় কি না দেখুন। এখানে পূর্ত দফতরের কর্মীরা পর্যাপ্ত টাকা পান না। রাজ্যের সবার কথা ভাবা উচিত।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here