কোনও ব্যক্তির বা বাড়ির উন্নতির জন্য বাস্তুর খুব বড় ভূমিকা থাকে। পরিশ্রমের পাশাপশি বাস্তু নিয়ম মেনে চলতে পারলে জীবনে তা শুভ প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যাবেলা এমন অনেক কাজ রয়েছে যা করা উচিৎ নয়। এগুলি করলে জীবনে নেমে আসে দুর্ভাগ্য। আর্থিক ক্ষতিও হতে পারে। দেখে নিন কোন কোন কাজ সূর্যাস্তের পর করবেন না-

ঝাড়ু দেবেন না- অনেকেই সন্ধ্যাবেলা ঝাড়ু দেন। যা একেবারে অনুচিৎ। বিশ্বাস করা হয় যে সন্ধ্যার সময় ঘরের ভেতর ঝাঁটা লাগালে বাড়ি অশুদ্ধ হয়ে যায় এবং মা লক্ষ্মী রুষ্ঠ হয়ে চলে যান। এরকম করলে ঘরে সুখ-সমৃদ্ধির অভাব থাকে।

তুলসীর পুজো করবেন না- সন্ধ্যার সময় তুলসী গাছের পুজো করা উচিৎ নয়। এমনকি সূর্যাস্তের সময় তুলসী গাছ স্পর্শও করা উচিৎ নয়। এরকম করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। এর সঙ্গে আর্থিক পরিস্থিতিও বিগড়োতে পারে।

কাউকে ধার দেবেন না- সন্ধ্যার সময় কারোর থেকে ঋণ নেবেনও না কাউকে ধার দেবেনও না। সূর্যাস্তের পর আর্থিক লেনদেনও করা উচিৎ নয়। এরকম করলে ঘর থেকে সমৃদ্ধি চলে যায়।

ঘুমোবেন না- বাস্তু শাস্ত্র অনুসারে যদি কোনও ব্যক্তি সন্ধ্যার সময় ঘুমোয় তাহলে তাঁদের জীবনে দরিদ্রতা চলে আসে। এর সঙ্গে লক্ষ্মীও রুষ্ট হন। অন্যদিকে, যাঁরা সন্ধ্যার সময় ঘুমোন জ্যোতিষ শাস্ত্র অনুসারে তাঁদের আয়ু কমে যায়।

ঘরের দরজার সামনে বসবেন না- কথিত রয়েছে, যে সন্ধ্যার সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। আর আপনি দরজার সামনে বসে থাকলে তিনি ঢুকতে পারবেন না। আর সেই ব্যক্তির জীবনে অর্থের অভাব দেখা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here