বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই রয়েছেন যারা অকাল পক্কতায় ভোগেন। এক্ষেত্রে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরি। তবে সঙ্গে নিতে পারেন কিছু ঘরোয়া চর্চাও। নারকেল তেলের সঙ্গে দুটি বিশেষ উপাদান মিলিয়ে চুলে প্রয়োগ করলেই দেখবেন সমস্যা মিটছে ধীরে ধীরে।

নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও লাউরিক অ্যাসিড। যা চুল পড়া কমাতে সাহায্য করে। এছাড়া নারকেল তেল চুলের ফলিকলগুলিকে ময়েশ্চারাইজ করে এবং দূষণের হাত থেকে রক্ষা করে। স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। তাই চুল বাড়েও জলদি। নারকেল তেলে পাওয়া যায় ভিটামিন ই, কে ও আয়রনের মতো একাধিক পুষ্টি। রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যা খুশকি ও উকুন তাড়ায়।

অকালপক্কতায় আপনি ব্যবহার করতে পারেন হেনা পাতা। হেনার প্রাকৃতিক বাদামী রঙ চুলের গোড়ায় প্রবেশ করে, যার ফলে চুলের রঙ প্রাকৃতিকভাবেই রঙিন হয়। নারকেল তেল চুলের গোড়ায় মেহেন্দি প্রবেশ করতে সাহায্য করে, যা এই দুইয়ের মিশ্রণকে আরও কার্যকর করে তোলে। ৩-৪ চামচ নারকেল তেল ফুটিয়ে তাতে একগুচ্ছ মেহেন্দি পাতা মেশান। তেল বাদামী না হওয়া পর্যন্ত মিশ্রণটিকে ফুটতে দিন। তারপর ঠান্ডা হয়ে গেলে, চুলের গোড়ায় গোড়ায় তেলটি লাগান। ঘণ্টাখানেক রেখে চুল ধুয়ে ফেলুন।

নারকেল তেল এবং আমলকি আপনার চুলকে মজবুত করে। চুলে গাঢ় রঙ আনতে এর অবদান বিস্ময়কর। এই মিশ্রণটি প্রস্তুত করতে ২ চা চামচ আমলা পাউডারের সঙ্গে ৩ চা চামচ নারকেল তেল নিন এবং পাউডারটি দ্রবীভূত না হওয়া পর্যন্ত মিশ্রণটি গরম করুন। এরপর তেল ঠান্ডা হয়ে গেলে মাথার স্ক্যাল্পে ভাল করে ম্যাসাজ করে নিন। পরদিন সকালে শ্যাম্পু করুন। আমলাতে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। এতে চুলের বৃদ্ধি হবে, পাশাপাশি চুল কালো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here