অনেক সময় বাড়িতে বিবিধ রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। এমনটা যদি হয় তাহলে বুঝবেন বাড়িতে নেতিবাচক শক্তি আছে। জ্যোতিষশাস্ত্রে বাড়ির নেতিবাচক শক্তি দূর করার জন্য অনেক কিছু বলা হয়েছে। তবে কিছু কালো জিনিস বাড়িতে রাখলেই নেতিবাচক শক্তি দূর হবে।

কালো পাথর যে কোন ধরনের শক্তিকে আকর্ষণ করতে পারে বলে মনে করা হয়। তবে হ্যাঁ সঠিক দিক মেনে কালো পাথর রাখুন। ভুল দিকে এই পাথর রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করবে। সঠিক দিকে রাখলে ইতিবাচক শক্তি আকর্ষণ করবে। তাই বাড়ির দক্ষিণ দিকে কালো পাথর রাখুন, তাতে নেতিবাচক শক্তি ধ্বংস হবে।

মূলত গ্রহ দোষ থাকলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব থাকে। গ্রহ দোষ থাকলে বাড়িতে খারাপ শক্তি বৃদ্ধি পেতে থাকে। এর জন্য আপনার বাড়ির রান্নাঘরে একটি কালো লোহার পাত্র রাখুন। এতে নয়টি গ্রহ একত্রিত হয়ে শান্ত হবে এবং তাদের দোষগুলি দূর হবে।

বাড়িতে কালো মূর্তিও রাখতে পারেন। এটি নেতিবাচক শক্তি দূর করে বলে মনে করা হয়। কালো মূর্তিটি অবশ্যই কোন প্রাণীর মূর্তি হতে হবে, দেবতার মূর্তি নয়। হাতি, কচ্ছপ, ঘোড়া ইত্যাদি প্রাণীর মূর্তি রাখতেই পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here