
সদ্য সমাপ্ত হল সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা তো মূলত ছাত্র-ছাত্রীদের পুজো। তাই তাঁর আরাধনাও করা উচিত অত্যন্ত নিষ্ঠা ভরে। শুধু পুজো নয়, প্রতিমা বিসর্জনও কিন্তু তিথি নক্ষত্র মেনেই করা উচিত। নাহলে পুজোর কিন্তু কোনও সার্থকতা নেই। পুরোহিতদের মতে, নির্দিষ্ট শুভ তিথি মেনেই সরস্বতী প্রতিমা বিসর্জন করা উচিত।
পুরোহিতরা জানিয়েছেন, বিসর্জনের নির্দিষ্ট তিথির পর সরস্বতী প্রতিমা রেখে দেওয়া উচিত নয়। নির্দিষ্ট তিথিতেই প্রতিমা বিসর্জন করা উচিত। যাদের পক্ষে গঙ্গা বা কোনও নদীতে গিয়ে সরস্বতী প্রতিমা বিসর্জন করা সম্ভব নয় তারা কাছাকাছি পুকুর বা ঝিল থাকলে সেখানেও প্রতিমা বিসর্জন দিতে পারেন।
পুরোহিতরা জানিয়েছেন, মঙ্গলবার ষষ্ঠী তিথি শেষ হয়ে সপ্তমী তিথি পড়ছে। এই সময় সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া সবচেয়ে ভাল।
পুরোহিতরা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্তই সপ্তমী তিথি থাকবে। এই সময়ের মধ্যেই সরস্বতী প্রতিমা বিসর্জন করা উচিত। মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় সপ্তমী তিথি শুরু হচ্ছে। রাত পর্যন্ত এই তিথি থাকবে। এর মধ্যেই সরস্বতী প্রতিমা বিসর্জন করা উচিত।