
২ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডার। কবে থেকে বাড়বে এই প্রকল্পের টাকা, জেনে নিন বিশদে। ইতিমধ্যেই তফশিলি উপজাতির মহিলারা পান ১২০০ ও সাধারণ শ্রেণির মহিলারা পান ১ হাজার টাকা। এবার বাড়বে এই টাকাও। তবে এই টাকা পেতে যত তাড়াতাড়ি সম্ভব জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষের কম একমাত্র তারাই পাবেন ২ হাজার টাকা।
নিকটতস্থ কোনও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে উপযুক্ত নথি জমা করতে হবে। আর তার পাশাপাশি নিজের কেওয়াইসিও আপডেট করে আসতে হবে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন লক্ষ লক্ষ সাধারণ মহিলারা।
আসন্ন বাজেটেই লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকার কথা ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সব ঠিক থাকলে এক লাফে ২ হাজার টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডার থেকে।