
নিম করোলি বাবা ও তাঁর কৈঞ্চী ধাম সারা বিশ্বে প্রসিদ্ধ। নিজের বাণী ও উপদেশের মাধ্যমে ব্যক্তিকে সঠিক পথে চলার ও সঠিক কাজ করার জন্য অনুপ্রাণিত করেছেন। বাবা নিম করোলি জানিয়েছেন যে, যখনই ব্যক্তির ভালো দিন আসে, তার আগে তাঁরা একাধিক ইঙ্গিত পেতে শুরু করে।
অশ্রু
নিম করোলি বাবা জানিয়েছেন যে, যদি কোনও ব্যক্তি ভজন বা কীর্তনে গিয়ে সেখানে ঈশ্বর ভক্তিতে এতটাই মগ্ন হয়ে যান যে তাঁদের চোখে কখন জল এসেছে, তা তাঁরা লক্ষ্যই করেননি, তখন বুঝতে হবে যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে পেরেছে। এর ফলে এক এক করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে।
পশু-পাখি
আবার বাড়িতে হঠাৎই পশু-পাখির আনাগোনা বেড়ে গেলে বুঝতে হবে যে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। বাড়িতে পশুপাখির আগমন শুভ সংবাদের দিকে ইঙ্গিত করে। এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। পাশাপাশি ধন লাভ ও উন্নতির যোগ তৈরি হয়।
পূর্বপুরুষের স্বপ্ন
নিম করোলি বাবা এ-ও জানিয়েছেন যে, পূর্বপুরুষদের স্বপ্নও শুভ ইঙ্গিত বহন করে। আপনার সঙ্গে এমন হলে বুঝবেন যে খুব শীঘ্র ভালো সময় আসতে চলেছে। তবে যে স্বপ্নে পূর্বপুরুষরা যাতে দুঃখিত না-থাকেন তা লক্ষ্য রাখতে হবে। পূর্বপুরুষরা হাসিখুশি রয়েছেন এমন স্বপ্ন সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধির দিকে ইশারা করে।
সাধু-সন্ত
বাবা নিম করোলি জানিয়েছেন যে, হঠাৎই সাধু-সন্তের দর্শন হলে বুঝবেন যে আপনার ভালো দিন শুরু হতে চলেছে। শুধু তাই নয়, খুব শীঘ্র ভাগ্যের সঙ্গ পেতে পারেন আপনারা। যাঁরা সাধু-সন্তের দর্শন করছেন, তাঁদের ওপর ঈশ্বর নিজের আশীর্বাদ বর্ষণ করতে পারেন।