কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তাল পরিস্থিতি হয়ে উঠেছে বাংলাদেশ। এই ভয়ঙ্কর আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়তে ব‌াধ‌্য হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পর এক ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে। দেখা গিয়েছে, রবীন্দ্রনাথের মূর্তি থেকে শুরু করে শেখ মুজিবর রহমানের মূর্তিও ভাঙতে দেখা গিয়েছে মানুষকে। সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, মুজিবের মূর্তির উপর প্রস্রাব করছেন এক ব্যক্তি। কেউ কেউ সেই মূর্তির উপর দাঁড়িয়ে সেই মূর্তি ভাঙতে শুরু করে দিয়েছে। এই লজ্জাজনক ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে সরব হলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সম্প্রতি সেই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “বাংলাদেশিরা শেখ মুজিবর রহমানের মূর্তির উপর প্রস্রাব করছেন। তিনিই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এই ধরনের ঘটনা দেখে আমি হতবাক হলাম। স্বাধীনতা অর্জন করার পরেই তাঁকে হত্যা করা হয়েছিল। আমি ভাবছি, এই মানুষটা কী না করেছিলেন! আজ তাঁর উপরই প্রস্রাব করছেন মানুষ!”

কঙ্গনা তাঁর পোস্টে আরও লেখেন, “বহু মানুষকে দেখছি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁর সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। কয়েক জনকে দেখলাম চিড়িয়াখানায় ঢুকে পশুদের ধরে ধরে মারছে। এটা কেমন ধরনের প্রতিবাদ বুঝতে পারলান না। যারা পশুদের সঙ্গে এই কাজ করতে পারে, তারা আপনার সঙ্গে কী করবে, ভাবুন।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here