দেশে ফিরলেন মনু ভাকর। দিল্লির বিমানবন্দরে নামতেই রাজকীয় সংবর্ধনা পেলেন মহিলা শ্যুটার। অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করেছেন মনু। তাই বুধবার অলিম্পিক্স গেমসের একক সংস্করণে একাধিক পদক জয়ী একমাত্র ভারতীয় ক্রীড়াবিদকে এক ঝলক দেখতে বিরাট উন্মাদনা লক্ষ্য করা গেল বিমানবন্দর চত্বরে।

দিল্লি বিমানবন্দরে মেয়েকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মনুর বাবা-মা। এছাড়াও ছিলেন অন্যান্য আত্মীয়স্বজন, শৈশবের কোচ সবাই তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করেছিলেন। এরপর তিনি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর শ্যুটারকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জের সঙ্গে ভারতের মেডেলের তালিকার প্রথম মেডেলটি এনে দেন। এরপর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে দেশকে কৃতিত্বের সঙ্গে আরও একটি ব্রোঞ্জ পদক জেতান। ইতিমধ্যেই, মনু’কে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ ভারতের পতাকাবাহক হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনি ভারতের মাটিতে পা রাখলেও আগামী ১১ অগস্ট ফের প্যারিসে ফিরে যাবেন অলিম্পিক্সের ক্লোজিং সেরিমনিতে অংশ নিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here