প্রদীপ জ্বালানো ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস করা হয়। এই কারণেই প্রতিটি ধর্মীয় কাজে অবশ্যই প্রদীপ জ্বালানো হয়। কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্রে প্রদীপ জ্বালানোর নিয়ম এবং কখন কোথায় কীভাবে প্রদীপ জ্বালানো উচিত তার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রদীপ জ্বালানোর পরে, প্রথমে প্রধান দেবতার চরণে তিনবার আরতি করুন। এরপর দেবতার মুখ থেকে দুবার পায়ের কাছে নামিয়ে নিন। এতে তিনবার ওমের আকৃতি আঁকুন। কথিত আছে যে এইভাবে প্রদীপ প্রজ্জ্বলনে গৃহে অধিষ্ঠাত্রী দেবতারা প্রসন্ন হন এবং পূজা সম্পূর্ণরূপে বিবেচিত হয়।

সন্ধ্যায় তুলসী গাছের নীচে একটি প্রদীপ জ্বালান। প্রচলিত বিশ্বাস, যে ব্যক্তি এই কাজ প্রতিদিন করেন, তিনি সকল অশুভ শক্তির কবল থেকে মুক্ত থাকেন।

অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোরও একটি বিশেষ নিয়ম রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে অমাবস্যার রাতে একটি অশ্বত্থ গাছের নিচে খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা খুশি হন। অন্যদিকে অশ্বত্থ গাছের নীচে নিয়ম করে পর পর ৪১ দিন সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে রাখলে সব ইচ্ছা পূরণ হয়।

বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত। তবে মনে রাখবেন শুধু ঘি দিয়েই জ্বালাতে হবে প্রদীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here