বাড়ির পোষ্যকে কি ফল খাওয়ানো যেতে পারে? চিকিৎসকদের মতে ফল খাওয়ানো যায়। তবে সব ফল নয়। আম, কলা, আপেলের মতো ফল কুকুরকে দেওয়া যেত পারে। তবে গোড়াতেই খুব অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে, কোনও রকম সমস্যা হচ্ছে কি না।
আপেল কুকুরদের জন্য খুবই ভাল। এতে ভিটামিন এ ও সি আছে, যা কুকুরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ব্লুবেরিও খুব উপকারী। এর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন এ, কে ও সি কুকুরদের হজমশক্তি ভাল করে, দৃষ্টি উন্নত করে।
তরমুজও কুকুরদের জন্য উপকারী। এই ফলে জলের ভাগ বেশি যা ওদের শরীরকে আর্দ্র ও সতেজ রাখতে পারে।
কলাও খাওয়ানো যেতে পারে কুকুরকে। তবে তা চিকিৎসককে জিজ্ঞাসা করেই খাওয়াতে হবে।
তবে হ্যাঁ, চেরি, আঙুর ও কিসমিস একদম খাবেন না। এইসব ফলে এমন কিছু উপাদান থাকে, যা কুকুরের কিডনি নষ্ট করে দিতে পারে। তা ছাড়া বাদাম, অ্যাভোকাডোও কুকুরকে খাওয়াবে না। টম্যাটো, পেঁয়াজ বা রসুন ভুল করেও পোষ্যের খাবারে দেবেন না।