উত্তরবঙ্গে রয়েছে বেশ কিছু অফবিট গ্রাম। সেগুলোকে উপভোগ করতে হলে ১০-১২ দিনের দরকার নেই, হাতে মোটে ২-৩ টে দিন থাকলেইন এই গ্রামগুলি থেকে ভ্রমণ পিপাসুরা আনন্দ নিতে পারেন। আজ রইল সুলুক সন্ধান।

চিসাং: এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট এবং খুব সুন্দর গ্রাম। জায়গাটি থেকে নাথুলা রেঞ্জ এবং ভুটানের তেন্ডু উপত্যকার দুর্দান্ত দৃশ্য দেখা যায়। চিসাংয়ের আসল আকর্ষণ তার অনন্য ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিহিত। এখানে ঔষধি ভেষজ এবং জৈব এলাচের চাষও হয়। তার জন্যাও বিশ্ব-বিখ্যাত এই জায়গাটি।

ঝেপি: কোলাহল থেকে দূরে নির্জনে এক টুকরো আরামের ছোঁয়া পাবেন উত্তরবঙ্গের এই গ্রামে। ঝেপি গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে নদী। ঘুম ভাঙবে অজানা পাখির ডাক আর ফুলের গন্ধে। থাকা খাওয়ার খরচ হবে এক একজনের মাথাপিছু ১৬০০ টাকা। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে এই ঝেপি গ্রামের দূরত্ব ৮৭ কিলোমিটারের মতো।

বিজনবাড়ি: পাহাড়ি নদী রঙ্গিত। সেই নদীর তীরেই ছোট একটা গ্রাম বিজনবাড়ি। কাছেই আছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই গ্রামের আসল আকর্ষণ রঙ্গিত নদীতেই। গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে খরস্রোতা পাহাড়ি নদীটি। আর সেই নদীর ধারেই গড়ে উঠেছে ছোট ছোট হোম স্টে। পাহাড় ঘেরা গ্রামের মাঝে সময় কাটাতে বেশ লাগবে। প্ল্যান করুন এখনই।

বিদ্যাং: কালিম্পঙের গা ঘেঁষে বয়ে গিয়েছে রেল্লি নদী। তার কাছে রয়েছে বিদ্যাং গ্রাম। নিরিবিলিতে ছুটি কাটানোর দারুণ জায়গা। কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব ১৫ কিলোমিটার মতো। পাখির ডাক এবং পোকার গুনগুন ছাড়া আর কোনও শব্দ নেই এখানে। পরিবার বা বন্ধুদের নিয়ে লম্বা উইকেন্ডে ঘুরে আসতে পারেন এখান থেকে।

লেপচাজগৎ: দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরে লেপচাজগৎ। পাইনে ঘেরা এই পাহাড়ি জনপদে মাঝে মাঝে ঢাকা পড়ে যায় একরাশ কুয়াশায়। মূলত লেপচা অধিবাসিত গ্রাম, তাই নাম লেপচাজগৎ। গ্রামকে ঘিরে রয়েছে ওক, পাইন, রডোডেনড্রনের বন। দার্জিলিং থেকে একদম কাছের এই জায়গাটি সত্যিই অতুলনীয়। পরিবারের সঙ্গে ঘুরে আসার জন্য দারুণ জায়গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here