চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন সংস্করণ কোথায় হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এই পরিস্থিতিতে গত ১১ নভেম্বর টুর্নামেন্টের সূচি ঘোষণা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে কি পাকিস্তানেই টুর্নামেন্টের আসর বসছে! যদিও এই প্রসঙ্গে আইসিসি এখনও পর্যন্ত কিছু জানায়নি।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রোমো প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা(ICC)। সেখানে পাকিস্তানের নামটাই দেখা গিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রোমো প্রকাশ করেছে সেখানে পুরুষ ও মহিলাদের প্রতিযোগিতার কথা বলা হয়েছে। পুরুষদের প্রতিযোগিতায় আটটি দল খেলবে। এক দিনের ম্যাচ হবে। মহিলাদের প্রতিযোগিতায় খেলবে ছ’টি দল। সেই প্রতিযোগিতা হবে টি২০ ফরম্যাটে। সেখানেই দেখানো হয়েছে ২০২৫ সালের পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানকে। তবে কি আইসিসি ঘোষণা করে দিল যে পাকিস্তানেই এই প্রতিযোগিতা হবে? এদিকে, ভারতীয় দল ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হলে, তাতে অংশগ্রহণ করবেন না রোহিত শর্মা’রা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “সরকার আমাদের জানিয়ে দিয়েছে যে একটা ম্যাচও পাকিস্তানের বাইরে হবে না। এই সিদ্ধান্তে আমাদের অনড় থাকতে হবে। আইসিসি আমাদের জানিয়েছে যে ভারত খেলতে আসতে চাইছে না। আমরাও কারণ দেখাতে চিঠি লিখেছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। এই দেশেই খেলা হবে। একটা খেলাও অন্য দেশে হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here