মেয়েদের পিরিয়ড আসার সময় হরমোন,শরীরের গঠন এবং জিনের ভিত্তিতে নির্ধারিত হয়।তাই এর সঠিক বয়স নির্ণয় করা যায় না। তবে চিকিৎসকরা বলেন ১০ থেকে ১৫ বছর বয়সের মধ্যে ১০ জন মেয়ের মধ্যে ৮ জন প্রথমবারের জন্য মাসিক হয়। অথচ আজকাল দেখা যাচ্ছে ৬ থেকে ৯ বছর বয়সী মেয়েদেরও পিরিয়ড হচ্ছে। কেন হচ্ছে এমন?

মেয়েদের পিরিয়ড হওয়ার আগেই শরীর সংকেত দিতে শুরু করে। যেমন যোনিপথে লোম, পায়ে এবং আন্ডারআর্মের লোমের আধিক্য লক্ষ্য করা যায়। এছাড়াও,যেসব মেয়েদের মাসিক হতে চলেছে,তাদের পিরিয়ড শুরু হওয়ার আগেই যোনি থেকে ছোট ছোট রক্ত ​​জমাট বাঁধতে শুরু করে।

এই লক্ষণগুলি পিরিয়ডের আগে দেখা দেয় –

পিঠ এবং কোমর ব্যথা।

বুকে ব্যথা।

খুব ক্লান্ত লাগা।

কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা।

প্রথম পিরিয়ডের সময় কত রক্ত ​​বের হয়?

বিশেষজ্ঞরা বলেন, প্রথম পিরিয়ডে খুব সামান্য রক্তপাত হয়। প্রথম ঋতুতে ৬ চামচের সমান রক্ত ​​বের হয়। লাল এবং বাদামী রক্তের দাগ দেখা যায়।

আজকাল মেয়েদের ৬ থেকে ৯ বছর বয়সে পিরিয়ড হচ্ছে। বয়ঃসন্ধির কারণে এমনটা হচ্ছে। শিশুদের মধ্যে দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে মেয়েরা তাদের বয়সের চেয়ে বড় দেখাতে শুরু করেছে।

আবার হরমোনের ভারসাম্যহীনতার কারণেও পিরিয়ড তাড়াতাড়ি হয়।  কোনোভাবে শরীরে কীটনাশক প্রবেশ করা,স্থূলতা, মোবাইল,টিভির অতিরিক্ত ব্যবহার ইত্যাদি কারণে এমনটি হচ্ছে। এছাড়া কিছু জেনেটিক ব্যাধিও এর জন্য দায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here