পুরাণ অনুযায়ী কলিযুগ যখন দুখ-কষ্টের অন্ধকারে ঢাকা পড়ে যাবে, তখন কল্কি অবতার ধারণ করে মর্ত্যে অবতরিত হবেন নারায়ণ। তার পর কলিযুগের সমাপ্তি ঘটবে। বিষ্ণু পুরাণে কলিযুগের সমাপ্তির রহস্য সম্পর্কে উল্লিখিত রয়েছে।
কলিযুগের চরম পর্যায় কী কী হবে?
কলিযুগের চরম সীমায় মানুষের আয়ু কমে ২০ বছর হবে।
ব্যক্তি বয়সের আগেই বুড়ো হবে।
পাঁচ বছর বয়সের মেয়েরা গর্ভবতী হবে।
মানুষ ছোট ছোট রোগের মোকাবিলা করতে পারবেন না ও তাঁদের মৃত্যু হবে।
বিষ্ণু পুরাণের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এ সময় মর্ত্যে চারদিকে খরা দেখা দেবে। অন্ন থাকবে না।
আবহাওয়া প্রখর রূপ ধারণ করবেন। প্রচণ্ড গ্রীষ্ম, মুষলধারে বৃষ্টি হবে, হাড় হিম করা শীত পড়বে।
কলিযুগে বিলুপ্ত হবে গঙ্গা, সরস্বতী, তুলসী
কলিযুগে মর্ত্য ছাড়বেন জগন্নাথ
কলিযুগে বাড়বে আমিষ খাবার, মদ্যপান
কলিযুগে ব্যক্তি একে অপরের সঙ্গে শত্রুতা করবেন
কলিযুগে কমবে অন্ন উৎপাদন
কলিযুগে ট্যাক্সের কারণে দুশ্চিন্তায় ভুগবেন