এই বছর দোলে চন্দ্রগ্রহণের যোগ রয়েছে, যার ফলে মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা পূজা করতে পারবেন কি না অথবা দোল খেলতে পারবেন কি না? এই বার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ১৩ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০ টা ৩৬ মিনিট থেকে শুরু হবে, যা ১৪ মার্চ, শুক্রবার দুপুর ১২ টা ২৪ মিনিট পর্যন্ত থাকবে।
২০২৫ সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে ১৪ মার্চ সকাল ১০ টা ৩৯ মিনিট থেকে শুরু হবে, যা দুপুর ২ টা ১৮ মিনিট পর্যন্ত থাকবে। সূতকের কথা বললে, এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৬ ঘন্টা আগে থেকে শুরু হবে এবং সেই সাথেই শেষও হবে। যেহেতু এর একদিন আগেই হোলিকা পূজন এবং দহন হয়ে যাবে, তাই এই শুভ কাজগুলিতে গ্রহণের কোন প্রভাব পড়বে না।
এই চন্দ্রগ্রহণ ভারতে কোথাও দেখা যাবে না, তাই এখানে এর কোনও গুরুত্ব যেমন সূতক ইত্যাদি মানা হবে না। ১৪ মার্চ মনের আনন্দে দোল উদযাপন করতে পারবেন।