বর্তমানে আইএসএলের টেবল টপার মোহনবাগান। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট সংগ্রহ করেছে সবুজ-মেরুন ব্রিগেড। লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসি’র পয়েন্ট ১৮ ম্যাচে ৩৪। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামবে হোসে মোলিনা’র দল। বাকি ৫টির মধ্যে আসন্ন এই ম্যাচ ড্র করলেও নকআউটে নিজেদের টিকিট নিশ্চিত করে ফেলবে তারা। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আইএসএল শিল্ড জয় নিয়ে মাথাব্যথা নেই মোহনবাগান কোচের।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে তিনি পরিষ্কার বলে দিলেন, “আমি অত দূর ভাবছি না। আপাতত পঞ্জাব ম্যাচ নিয়ে ভাবছি। ঘরের মাঠে ৩ পয়েন্ট পেলে তারপর পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করব।” পঞ্জাবের বিরুদ্ধে দলগঠন নিয়ে সমস্যায় পড়তে পারেন মোলিনা। কার্ড সমস্যার কারণে থাকবেন না আপুইয়া এবং টম অলড্রেড। রিহ্যাব করছেন অনিরুদ্ধ থাপা। সে ক্ষেত্রে আলবার্তো রদ্রিগেজকে প্রথম একাদশে ফেরাতে পারেন কোচ। তিনি বলেন, “আলবার্তো অনেকটা সুস্থ। অনুশীলন করছে। তবে ওকে নিয়ে এখনই কিছু স্পষ্ট ভাবে জানাতে পারব না।”

গত বছরের তুলনায় এই বছর মোহনবাগানের ডিফেন্ডাররা স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করছেন। অধিনায়ক শুভাশিস বসু এবং জেমি ম্যাকলারেন ইতিমধ্যেই ছ’টি করে গোল দিয়েছেন। কিন্তু পঞ্জাব কোচ পানাজিওতিস দিলপেরিস’দের চিন্তা জেসন কামিন্স’কে নিয়ে। বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “জেসন কামিন্স মোহনবাগানের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার। ওর গোল করার ক্ষমতা রয়েছে। কামিন্স যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।”
চলতি বছর দুরন্ত ফর্মে রয়েছেন বিশাল কাইথ। ক্লাব ফুটবলে ৫০টি ক্লিনশিট রেখে গুরপ্রীত সিং সান্ধু(৪৯টি)’কে পিছনে ফেলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কেন জাতীয় দল থেকে ডাক পাচ্ছেন না বিশাল? এই প্রসঙ্গে মোলিনা বলেন, “আমার মতে ও সেরা গোলকিপার। আমার ওকে প্রয়োজন। ওকে আমি ছাড়তে পারব না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here