আদা শরীরের পক্ষে খুবই ভাল। আদা খেলে সর্দি, কাশির সমস্যাও কমে। তবে আপনি কি জানেন শুকনো আদার গুঁড়ো খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভাল। এটি খেলে আপনার শরীর ভাল থাকার পাশাপাশি বড় রোগের ঝুঁকি কমবে।

শুধু তাই নয়, শীতকালে পেটও কিন্তু ভাল থাকে। পেটের যেকোনও সমস্যা কমাতে সাহায্য করে এই শুকনো আদার গুঁড়ো। যা খেলে ত্বকের যেকোনও সমস্যা কমাতে সাহায্য করে। তাই শীতে নিত্যদিন খান আদার গুঁড়ো।

জয়েন্টের ব্যথা কমে

শুকনো আদার গুঁড়ো খেলে জয়েন্টের ব্যথা কমে, কোমর ব্যথা কমে, বাতের কোনও সমস্যা থাকলে তাও কমে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিস্ট্য থাকে। যদি আপনি আয়ুর্বেদিক ওষুধ হিসেবে শুকনো আদা গুঁড়ো খেতে পারেন। তাহলে আপনার কিন্তু শরীরের যেকোনও ব্যথা কমাতে সাহায্য করে।

হজম ক্ষমতা বাড়ে

এটি খাবার হজম করতে সাহায্য করে। যা রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। বড় রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। কারণ এতে জিরে, মৌরির গুঁড়ো দেওয়া থাকে। যা খাবারের আগে বা পরে খেলে আপনার খাবার খুব ভালো হজম হবে। এতে নুনের পরিমাণ বেশি থাকে। যা আপনার শরীরে সোডিয়ামের মাত্রাও বজায় রাখতে সাহায্য করবে।

এনার্জি বাড়বে

চিকিৎসকদের মতে, শুকনো আদা খেলে হজমের ক্ষমতা যেমন বাড়বে। তেমনি খিদেও কিন্তু বাড়ায়। তাই আপনার খাবার আপনি সঠিক সময় খেতে পারবেন। এমনকি কাজে এনার্জি পাবেন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন। বুকে যদি পুরনো কফ থাকে, তাও বেরোবে। তাই আপনি কিন্তু কাজের এনার্জি বাড়াতে নিত্যদিনও শুকনো আদার গুঁড়ো খেতে পারেন।

লিভারের সমস্যা

আয়ুর্বেদিক চিকিৎসকেরা বলছেন, এমন অনেক ধরনের রোগ রয়েছে যেগুলি সারাতে শুকনো আদা ব্যবহার করা হয়। যেমন পাইলসের জন্য খুব কার্যকর। তাছাড় লিভার পরিষ্কার রাখতে, লিভারের যেকোনও সমস্যা কমাতে বিশেষত আদার গুঁড়ো দেওয়া হয়। তবে বেশি পরিমাণে খাবেন না। যদি আপনার শরীরে অন্য কোনও রোগ থাকে তাহলে শুকনো আদার গুঁড়ো খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here