হিন্দু ধর্মের সর্ব বৃহত্তম মেলা হল মহাকুম্ভ। আগামী বছর ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। প্রয়াগরাজে অর্থাৎ ইউপিতে ১২ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। যেখানে প্রচুর মানুষ দেশ-বিদেশ থেকে আসেন।
এখানে শাহী স্নান করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। না হলেই কিন্তু অনেক সমস্যার মুখে পড়তে হয়। এই শাহী স্নান কখন করবেন, কীভাবে করবেন, জেনে নিন।
ত্রিবেণী সঙ্গম কী
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, প্রয়াগরাজ যে চারটি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল তার মধ্যে এটি একটি। বাকি তিনটি স্থান হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমও রয়েছে, যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। বলা হয়, যে আপনি যদি প্রয়াগরাজ আসেন এবং মহাকুম্ভের সময় ত্রিবেণী ঘাটে স্নান করেন, তাহলে আপনার সমস্ত পাপ মুছে যায়। আপনি মোক্ষ লাভ করেন। এই স্নানের মধ্যে, রাজকীয় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিথিতে প্রথমে ঋষি ও সাধুরা পবিত্র সঙ্গমে স্নান করেন। এরপর সাধারণ মানুষকে সেই সুযোগ দেওয়া হয়। এতে শরীর ও মন উভয়ই সুস্থ থাকে।
স্নানের তারিখ
প্রথম শাহী স্নান করবেন ১৩ জানুয়ারী, মকর সংক্রান্তি, দ্বিতীয় শাহী স্নান করবেন ২৯ জানুয়ারী, মৌনী অমাবস্যা, তৃতীয় শাহী স্নান করবেন ৩ ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী, চতুর্থ শাহী স্নান করবেন ১২ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা, পঞ্চম শাহী স্নান করবেন ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি।
কখন স্নান করবেন
প্রথম রাজকীয় স্নান ১৩ জানুয়ারী পৌষ পূর্ণিমায় অনুষ্ঠিত হবে। এই দিনে স্নানের জন্য ব্রাহ্ম মুহুর্ত হবে সকাল ৫ টা ২৭ টা থেকে ৬ টা ২১ মিনিট পর্যন্ত। যেখানে বিজয় মুহুর্তা হবে দুপুর ২ টো ১৫ থেকে ২ টো ৫৭ পর্যন্ত। গোধূলি মুহুর্ত পড়েছে ১৩ জানুয়ারী বিকেল ৫ টা ৪২ মিনিট থেকে ৬ টা ০৯ মিনিট পর্যন্ত হবে। যেখানে নিশিতা মুহুর্ত হবে ১২ টা ০৩ মিনিট থেকে রাত ১২ টা ৫৭ পর্যন্ত। আপনি এই শুভ সময়ে প্রথম রাজকীয় স্নান করতে পারেন।
জেনে নিন সমস্ত নিয়ম
বলা হয়, মহাকুম্ভের সময় নক্ষত্র ও গ্রহের একটি বিশেষ অবস্থান থাকে, যার কারণে সঙ্গমের জল বেশ পবিত্র হয়ে ওঠে। আর সেই সময় শাহী স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই স্নান করার সময়, আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। শাহী স্নানের দিনে ঋষি ও সাধুদের প্রথমে স্নান করার রীতি রয়েছে। এরপর সাধারণ মানুষ করতে পারেন শাহী স্নান । স্নানের সময় শ্যাম্পু বা সাবান একেবারেই ব্যবহার করা উচিত নয়। এটা করলে জল নোংরা হয়ে যেতে পারে। স্নানের পরে খাবার, টাকা, জামা কাপড় দারিদ্র ব্যক্তিকে দান করতে হবে।