এভাবেও ফিরে আসা যায়, দেখিয়ে দিল ইস্টবেঙ্গল। টানা ৮ ম্যাচ হেরে যে দলটার কার্যত পিঠ ঠেকে গিয়েছিল দেওয়ালে, সেই দলটি অভূতপূর্ব প্রত্যাবর্তন ঘটালো ভুটানের মাটিতে।
পারোর বিরুদ্ধে ড্র এবং বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয়ের পর নিজমেহ এফসির বিরুদ্ধেও দুরন্ত জয় তুলে নিল ইস্টবেঙ্গল। লেবাননের এই দলকে তারা পরাজিত করল ৩-২ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন দিমিত্রি দিয়ামানতাকোস।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় আগামীকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ পা রাখবে ইস্টবেঙ্গল দল। ইস্টবেঙ্গলের পরবর্তী চ্যালেঞ্জ এফ সি চ্যালেঞ্জার্স লিগের কোয়ার্টার ফাইনাল। বিমানবন্দর থেকে পুরো দল পৌঁছবে ক্লাব তাঁবুতে। সেখানে উত্তোলিত করা হবে ক্লাবের পতাকা।
ইস্টবেঙ্গলের এই পারফরম্যান্সে খুশি ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেছেন, লেবাননের কোনও দলক হারিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছানো ভারতবর্ষের কোন ক্লাবের জন্য ইতিহাস।