ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার ইশা গুহ। জশপ্রীত বুমরাহ’কে নিয়ে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করেছিলেন তিনি। এরপর তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। অবশেষে তিনি নিজের ভুল স্বীকার করে নিলেন।

চলতি টেস্টের দ্বিতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় বুমরাকে ‘এমভিপি— মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট’ বলেন ইশা। প্রাইমেট এক প্রজাতির বাঁদর বিশেষ। স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। ব্রিসবেনে তৃতীয় দিনের খেলা শুরুর আগে নিজের মতব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। ইশা বলেন, “গত কাল ধারাভাষ্য দেওয়ার সময় আমি এমন একটি শব্দ ব্যবহার করি যার অনেক রকম অর্থ হয়। সেই ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি। আমি সবসময় অন্যদের সম্মান করি। যদি কেউ আমার বলা পুরো মন্তব্যটি শোনেন, তা হলে বুঝতে পারবেন আমি ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের প্রশংসাই করছিলাম। আমিও বুমরাহ’র ভক্ত। তাই কোনও রকম বৈষম্য তৈরি করতে চাই না।” তিনি আরও বলেন, “আমি ভুল শব্দ চয়ন করেছি। দুঃখিত। আমি নিজেও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত। কোনও ভাবেই আমি কাউকে ছোট করতে চাইনি। আশা করি আমার মন্তব্য ম্যাচের গুরুত্ব ছাপিয়ে যাবে না।” ইশার এই মন্তব্যের সঙ্গে ‘মাঙ্কি গেট’ বির্তকের মতো বড় আকার ধারণ করতে পারত। ২০০৮ সালে অ্যান্ড্রু সাইমন্ডস এবং হরভজন সিং-এর মধ্যে গণ্ডগোল হয়েছিল। এই ঘটনার স্মৃতি আজও টাটকা। যদিও ওই বিতর্কটি হয়েছিল সাইমন্ডস ও হরভজন’কে নিয়ে কিন্তু এখানে এক ধারাভাষ্যকার হঠাৎ এক ক্রিকেটারের সম্পর্কে এই ধরনের মন্তব্য করায় বিতর্ক তৈরি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here